ধরে পাঁচ বছর, নানান ছলাকলা ,
অনেক হ’ল দেশে ছেলেখেলা !
সূর্য ডুবু-ডুবু ,-শেষ হয় বেলা
আগামীর আশা, ফল লাভের পালা ।
অনেক খড়কুটো হ’ল জ্বালা
আসে অন্ধকার ! হ’ল না উজলা ।


চারিধার গান- সুরে মিষ্টি মধুর
প্রসারিতে ভাবনা অতি দূর-দূর ।
ভরা গ্রীষ্ম-খরা,-অরাজক ক্ষণ
চায় ধুয়ে-মুছে বাহারে মনোমতন ,
বসন্ত দেখায় বৃক্ষ শাখে-শাখে
মধুর স্বরে কোকিল ও ডাকে !


মানুষের মন মুক্ত পবন -
বোঝে না তারা সামনে অঘটন !
সুখনিদ্রায় মোহে-স্বপ্নে, বিভোর ,
দু’চোখে আশা, সুন্দর ভোর ।


(ইং-০২-০২-২০১৯)
*-কাব্য সার > শীঘ্র ভারতে মহানির্বাচন তার জন্য শাসক ও জনতার উদ্বেগ।