শিক্ষা আগে না বোধ
ধর্ম আগে না পেট -
অস্থি আগে না মজ্জা -
শরীর আগে না রূপশয্যা ?
লোভে, মোহে ,মেকী আত্মসম্মানে
নেতার খেলা চলে অন্দর মহলে ;
নীতি ও উপোদেশকে তুচ্ছ জ্ঞানে
নেতা পালে না ভ্রম কোন কালে ।
শোষণ ধর্মে ভরা যে অহং
বুদ্ধি-বিবেক , তীক্ষ্ণ ও মোক্ষম -
মাথায় এ বোধ ধরা থাকে ছাতায় ,
গর্বে ভরা বুক মহাখুশী নেতায় ।


নেতার ধরে নি ভীমরতি- অসুখ -
অশিক্ষার সুযোগে লাভেতে খুব -
কেন ছাড়বে নিজ সুবিধা-সুখ ?
খেলা করে জনতায় মিথ্যুকাচার -
তাঁর স্বপক্ষেই রয় যে-বিচার ,
বেয়াড়া জন্তুদের খোয়াড়ে পুরে -
নেতা ঘুমোয় আরাম কেদারে !!


(২৮-০৪-২০২৪)
"ওরে নেতা
তোর মাথায় যে
ধরেছে ছাতা
সেই তোর জীবন
করবে যা তা-"--- রীনা বিশ্বাস-হাসি (মৈত্রেয়ী কবি)২৮/০৪/২০২৪, ১২:২২ মি:
কাব্য, "নেতা নেতা খেলা-৭"   প্রবুদ্ধ প্রিয়ভগিনীর মন্তব্য কথায় মুগ্ধ হয়ে আজ তাঁরই সম্মানে লেখাটি আসরে রাখা ।