চারিদিকে এক থমথমে ভাব
নেতা নেতা খেলা -
খেলছে স্ফূর্তিতে, দ্যাখে জনতা ;
একি ! নেতা সে একা নয় -
পথে ঘাটে মহল্লায় মিলে শাগরেদ ,
আরো যেন উৎসাহী জামাতা ।


প্রবুদ্ধ নেতা এ খেলায় দক্ষ- অতল
জানে, আজ না হয় কাল
তাঁর সময়ে মিলবে ফল
সবুরে যে মেওয়া ফলে
বৃথা যাবে না অর্থ-শ্রম জলে ।


নেতার কথায় কত কি শিখি -
গড়াক না মাথার ’পর জল !
দারিদ্র্য , ভুখমারি ওসব কী ?
এ কাজে শূন্য বাজেট, না খেদ
আশা নিয়ে ধরিও না আর জেদ ,
হয় না পূরণ, অসময় চাইলে ঘি ।


(২০-০৪-২০২৪)