সেই আদিম যুগের অভাবিত কষ্ট টানি
মানুষ সে নিজ পায়ে দৃঢ় দাঁড়িয়ে জানি ।
মানুষের মন-মস্তিষ্ক শক্তির আকর-খনি
মহাবিপদে ও বেছে নেয় নিরপেক্ষ জমি ।


‘করোনারে’ হারাতে আছে নিজস্ব বিচার
বৃথায় আস্থার দুয়ারে করে না হাহাকার ;
আত্মবল, মেধা, সহায় সম্বল, ভরা পরাণ ,
আজ সুধীজনে শক্তিধরে, পর্বত প্রমাণ ।


যতই শক্তিশালী হোক না শত্রু- ‘করোনা’,
যতই গাঁড়ুক স্থায়ী রূপে মৃত্যুর আস্তানা
মৃত্যুঝাণ্ডা উঁচিয়ে বাজাক না রণ-দামামা
রুদ্র রোষে ভুলেছে সে আজ করুণা,ক্ষমা ,
বিজ্ঞ মানব খোঁজে পথ, উপচারে নানা -
আজ না কাল বিফল করিবে তার ভাবনা ।
গুজব হতে মানুষ সাবধান , মেনে বিজ্ঞান ,
অন্ধ অসার ভক্তিতে হয় না আজ অজ্ঞান ।


  (ইং-১৯-০৩-২০২০)