কেন যে সুকাজের মূল্য কম ?
সবে ভালোবাসে বকম্-বকম্ !
পর উপকারে- না যার ভাবনা
‘সুখের পায়রা’ কিছুই করে না !


সমাজে যে ভাল কাজ করে
আষ্টেপৃষ্ঠে আপদ ঘেরে তারে ,
এজন্য ভালরা দূরে দূরে রয় -
চায় না নাম, কোনকালে জয় ।


সে বীর সন্তানে, গৃহশোভায় ,  
উজ্জ্বল আলোময় কেনা চায় ।
জ্বালা, ফেলা লাগে আঁখিজল !
বাঞ্ছা, পর-ঘরে ,ফলুক ফল ।


(ইং-২৫-০৩-২০১৯)