উপদেশ সে ফুল, শ্বেত-কাশ ,
গরিমার বাণী, সজাগ-বিশ্বাস ।
উপদেশ চলে ত্যেজ রেল ,
স্থান-কাল-পাত্রে, কৈ মেল !
প্রতিটি ঘটনার সত্য স্বরূপ ,
কাজেতে গরমিল মেলে খুব ।


জমি নাই , কি করে চাষ ?
ঘর নাই, হয় না বসবাস ।
ঘটে নেই বুদ্ধি, পুঁজি-বল ,
নেই চাকরি আয়ের সম্বল ।


সুখের লাগি সংসারে আজ
জ্ঞানীরা বলেন করো কাজ ।
সৎ পথে সদা আগে বাড় ,
নিজের ভিত নিজে গড়ো ।
সারাক্ষণ জপো গুরুর নাম
ধরম করমে ঘোর- চারিধাম ।


জীবন মরুভূমি সবই ফাঁকি,
সে অক্ষম- যার চিন্তা মেকি ।
উত্তরণে এজনম পাপে ক্ষয় ,
ধর্মে ,জন্ম-কলুষ, মুক্ত হয় ।


(ইং-১৩-০১-২০১৯)