সুযোগ্য পাত্রে উত্থানে তায়
পুত্র তরে পিতা রয় প্রচেষ্টায় ।
মহান মন্ত্রীর পুত্র কি না হাবা !
চিন্তা সাগরে মগ্ন তার বাবা ।


পিতা পুত্রকে বলে, একালে ,
মুখ্য ছল বিদ্যা, ধরো-হালে।
সে আদর্শ, ন্যায় ,শিকেয় তুলে -
সততা-নিষ্ঠা গুণ, যাও ভুলে।
কাকচেষ্ট,- নিজের স্বার্থ হিত -
করিও ত্যাগ সখ্যতা, পিরিত ।


শোন, উপদেশবাণী, কান খুলে -
যোগ্য বাবার মত হও কুলে।
মোর উত্থানে আছে বহু সাধনা ,
সিঁধ কাটার কাজ করেছি নানা ।


দেখ, পাই শেষ কালে এ বর ,
তাই আমার আজ রম্য বাহার !
ছলনা জ্ঞান যে, জগতে বড়ো  -
সর্বাগ্রে এই পন্থা আঁকড়ে ধরো।


(ইং-০৫-০৬-২০১৮)