পরের উপর দোষ চাপিয়ে -
স্বার্থ সিদ্ধি ক’দিন হয় ?
শূন্য ঘড়া বেজায় বাজে ,
দেখানো ,জ্ঞানের ঝর্না বয় ।
দেশের কোটি-কোটি লোক -
আছে ভরা, কষ্ট-তাপ-শোক ,
অনেক দামী নিজ যোগ্যতা
আছে বিভিন্ন সমস্যা, জনাক্রশ ।
সামলাতে চাই দূরদর্শিতা
হয় না সুফল বলে-বলে মিথ্যা ।
বন্ধুকে ছেড়ে শত্রুকে মিত্র করা
সবার কী মান্য এ অপগুণ ধারা ?
সময়ে করা কাজে আধিখ্যেতা ,
প্রচার তন্ত্রের নষ্টে- স্বাধীনতা ।
মুঠোয় রেখে ধর্ম ও জাতিয়তা
হয় তো বাহবা ! ক্ষনিক দেখা -
কক্ষনো মেটে না পেটের ক্ষুধা !
ছাড়তে হবে মিখ্যা বিরোধিতা
খাল কেটে কুমিরে সখ্য -
নিজেকে ক্ষয়, বোকার লক্ষ্য ।
(২৭-০৫-২০২৫)
ঘড়া > কলসি ।