আদিমে ছিল- সে প্রথা সনাতন
শক্তের কর্ম ছিল ,পর জ্বালাতন ,
পরদেশ অধিকার সম্পদ হরণ -
অতি ঘৃণ্য ছিল, বিচার- আচরণ ।
অসীম কষ্টে ছিল শিশু বৃদ্ধ নারী ,
পুনরাবৃত্তি দেখি চেহারা তারি ।


কত-কত রক্ত নদী পার করে ,
উঠে মানব আজ সভ্যতার পাড়ে ।
জয়ের নিশান সুশোভিত আশমান
এদিকে হায়নার পৈশাচিক ধ্যান ।


খল তোলে ঝড় , অশুভ সৃষ্টি -
হিংস্রর সাজগোজ ললুপ দৃষ্টি ,
বিনা মেঘে ঝড়-বৃষ্টি বজ্রাঘাত ,
দানবের তাণ্ডব, অভাব প্রতিবাদ ।
বাজনার আদল, কুনৃত্যের মাদল -
শান্ত-শিষ্ট জীবন করিছে অচল ।


(ইং-০৬-০৩-২০১৯)