উজ্জ্বল দীপ্তি, ভাগ্য আলো
পেলে কালে, লাগে ভালো ।
পুরুত মশাই দানেন তাহা -
নিচ্ছ না কেন ওহে ভায়া ?


আনো শুভচিন্তা মনঃসনে ,
ভরো ! ভাবনা দুঃখী জনে ।
বাঁচার শুধু- একটাই রাস্তা !
ভজ শুদ্ধ মনে, নিজ আস্থা ।


ভবে ? মুখ দিয়েছেন যিনি -
মুখে আহার দেবেন তিনি ।
যেহেতু গরীব ! উপায় হীন ,
মেতে খুব খাট ! প্রতিদিন ।


গত জনমের পাপ, মাপ -
কঠোর সেবায় হবে সাফ !
কৃচ্ছ্র সাধনে ভাগে আকাল -
প্রভুর দয়ায় ফেরে কপাল !


আদিযুগের এ ভাবনা রীত -
তুমিও করো হৃদয়ে পিরিত ।
অকাট্য নিয়ম! উপায় ধারা -
সমগ্র সংসার মানে তারা ।
নির্ঘাৎ সুখ পরের জনম ,
তুমিও মান, পুরুত- ধরম !


(ইং-২৮-০৭-২০১৮)
*-ভাগে, > যায়, পরাস্ত হয়, গত হয় ।
*-কাব্য ভাবনা> স্বর্গ নরক নিয়ে, বৈজ্ঞানিক য়ুগকে না বোঝা ! তার সুখভোগ হয় না ! শূন্যে মহল রচনা- মাত্র ! ( এখানে "পুরুত ধরম" তাঁর কথায় কিছু বলা। পুরুতের কাজ যত দিন আদিকে টিকিয়ে রাখা যায় ! )