ভোট আসে ভোট যায়
মানুষের খরতর আশা, অনেক পরিবর্তন চায় ।
কুড়েঘর, চালে ছিদ্র চারিদিক ,
দু’চারটা বন্দতে ফুঁটো- আশা মেটে না সঠিক ।


সমস্যার নিরাময়ে কি করা যায় ,
হাতুড়ে ডাক্তার, আগে রোগ আরো যে বাড়ায় !
কর্ণধার নিজেই অবোঝা সংসার ,
অপরের দায় দায়িত্বে কি করে সে বাধাবে ঘাঁড় ?


আকাশের ঝিকিমিকি চাঁদ তারা ,
রংচং-নক্সায় তাঁরা আকুল, উৎসবে আত্মহারা ।
অদেখা আর্তরে তার বাঁচার পন্থা-
মাত্র সম্বলে জীবিত, ছেঁড়া কাঁথা আলুনী পান্তা ,
চাষীর কি কষ্ট, চালাতে লাঙল ,
সে সৌখিন দেশ নেতা, কৃষকের চায় কী মঙ্গল ?


(ইং- ১৩-০২-২০২০)