শয়নে স্বপনে, জাগরণে, চিন্তনে,
যারা জীবনকে অতি সাধারণ মানে ,
        কর্ম দেখে ভয় পায়
       হাতে, তৈরী সব চায় ,
সহজে তারা, অসময় নিঃশেষ হয় ।


আলেয়ার হাতছানিতে যারা ভোলে
যারা, উজ্জ্বলতার কবলে যায় গলে ,
       অতি দুর্বল মতির তারা
       হয় না তার আগে বাড়া
ধরায় অসহজ বিচরণ, ছন্নছাড়া ।


যারা অনুকূলে তরী ভাসায় সদা
দুর্বলের দলে উপনিত হয় একদা ,
        মেঘের ডাকে কাঁপে
         পথ ভোলে বাঁকে
সিঁড়িতে ওঠায় অপারক, ধাপে ধাপে ।


যার অভিজ্ঞতায় অনুভবহীন আচার
তার অবোঝা দুঃখীর জ্বালার সংসার ,
         প্রচুর পেলেও হাতে
        স্বাদ লাগে না অমৃতে    
তারা, অপাংক্তেয় রূপে বাঁচে জগতে ।
  
(ইং-০৫-০৪-২০১৮)