দেশে চলিছে তৈরী, জয়তে চাঁদ ,
সেথা দেখি বহুরূপী সে সাংসদ !
তিনি দায়িত্বশীল সংবিধানিক ব্যক্তি ,
হেরি দুরাচার, নীচুতার অভিব্যক্তি !


নিজ পদধৌত জল, করাণ পান ,
তাঁর নাকি এ প্রথায় বাড়ে মান !
ভাই, যে করে পান এ চরণামৃত ,
সে তো অজ্ঞ আনপড় জন্মাগত !
তাকে তো করেনি শিক্ষিত জ্ঞানে ,
তাই সে কুপ্রথা চাপেপড়ে মানে ।


সাংসদ, লক্ষ-লক্ষ জন প্রতিনিধি ,
কেন তার কান্ডজ্ঞানহীন ন্যায়বিধি ?
দেশে কী জানায় আদর্শ সন্দেশ !
দলের ও বা কি রূপ ! সাম্য বেশ ?
তাঁরা সবে মিলে চায় দেশ উন্নতি ,
এমনি ঘৃণ্য আচরণে? প্রজার প্রতি !


(ইং-১৮-০৯-২০১৮)  
*-(এ ঘটনা ঝাড়খন্ডের ), গোড্ডার- বিজেপি সাংসদ, নিজে ফেবু-তে এ ঘটনা পোস্ট করেছেন ।  যে পা ধোওয়া জল খায় তাকে সাংসদ ‘মহানতার পরিচয়’ বলে সুখ্যাতি করেন ।
*-স্রোত > হিন্দী পত্রিকা -(ইং-১৮-০৯-২০১৮) -ভোপাল, ম০,প্র০ ।