ঘুণাক্ষরে ভাবে না কেউ
একদিন ফুরাবে মহাসাগরের ঢেউ ,
জগৎ ঘুমন্ত, সব থাকে ভুলে
অপচয় নিয়ে অগাধ খেলা চলে ;  
অবহেলায় সুখ, যেন আধিকারে প্রাপ্ত
তাই নষ্টের খেলা খেলতে কত মত্ত ।


এ ধ্যান-জ্ঞান-ভাবনা সত্য মোটে না
চেয়ে দেখ একবার মঙ্গল গ্রহের কান্না ,
কি না বৈভব- গরিমা ছিল একদিন
এখন তার দশা হতশ্রী, দীনহীন ।


মানুষ স্বভাবে অতি বুদ্ধিমান
আবার নিজগুণে উচ্ছন্ন করে জান
উদার প্রকৃতি ধ্বংসে, মানুষ ওস্তাদ
মানুষই করেছে বিভেদ ধর্ম-জাত-পাত ;
কারা যেন রাতদিন শান দেয় ছুরি
তার স্বার্থের ব্যবসা সংসারে জোচ্চুরী ।


(১৬-০৩-২০২১)