বাঁশ, যদিও তারা বংশজ.... ঘাস ,
করিছে শারীরিক গুণে আজ উন্নতি প্রকাশ ।
আদিতৃণ এখনো সে পদ দলিত ,
প্রকৃতির ঝড়-জল-হাওয়ায়, বাঁশেরা উদ্বেলিত ।


বাঁশ আর ঘাসের জীবন চরিতে.... ভিন্নতা পাই ,
উভয়ে অসম্ভব তফাৎ,... সমতা নাই ।
তৃণভোগীকে তৃণ দানে হয় না অন্যায় ,
বহুতরর প্রতিশোধে, বাঁশে ঘটে প্রলয় !


কিন্তু ঝড়-বন্যার বেঘরকে নেতা দানেন বাঁশ ,
মঞ্চের বাঁশ, প্রচুর ,- নেতার মনেতে আশ !
অত্যাচারে উদ্বাস্তুদের, উঠিলে বাস
সর্বাগ্রে খোঁজেন তাঁরা আস্তানার বাঁশ ।


“বেণু বনে মর্মরে দক্ষিণা বায়”
বাঁশবনের রূপ-শ্রী, কবিরে মাতায় !
কি আশ্চর্য্য ! উঠিলে শেষবাস- সে গৃহবাসী ,
বাঁশের মাচায় উঠে, পর কাঁধে, হন্ স্বর্গবাসী ।


(ইং-১৬-১০-২০১৯)