পুঁটিমাছ ছোটে, ফরফর করে
সে আত্মহারা স্বল্প জল পরে ,
কতর উচ্ছ্বাস, দু’কদম চলে
জয় জয় করে আহ্লাদে ভুলে ।


আশার কুড়িরা ফোটে অনর্গল
এক্ষুনি মাঙ্গে -স্বাদ মিঠাফল ,
ধুপ-ধাপ শব্দে বাজি পোড়ায়
বাদ্যের তালে- নাচন দেখায় ।


খরতর বানজল, ভাসায় ঘর
মাতন রাসলীলায়, কৈ খবর ?
গৃহ ও সিংহদ্বার এটুকু দৌড়-
এই তো জীবন শিশু.... প্রৌঢ় ।


(ইং-১৩-০৮-২০১৯)