লুটছে ওরা দেশের সম্পদ ,
ধনী ব্যাপারী, আমলা, নেতা ;
আওয়াজ উঠালে দেশ-জনতা -
সংবাদে আসে দেশে আপদ !

মোহ রে ,রাজার ভরা ঘড়া
বাড়ে কুপোষণে তবু মরা ,
রাজার জানা--গুপ্ত মন্তর -
মৃত্যু দেখে পড়ে না অন্তর ।

যদি ক্ষুধিত জন অনাহারে -
খাদ্য গুদাম ভাঙচুর করে ,
সদল বলে সশস্ত্র সিপাহী -
তাদের প্রতি গুলি ছোড়ে ।

বেচারা সিপাহী নিজ বাঁচায় -
কর্ম করে, উন্নতির আশায় ,
এক অভাবী অপর অভাবী পর
সুযোগে, লেলিয়ে দিয়ে যারপর ,
রাজপক্ষ পড়ে থাকে-- মজায় !

(৩০-০৫-২০২৫)
মোহ রে > সম্পদে ।  ঘড়া > কলসি । অন্তর > ভিন্নতা,ব্যতিক্রম ।