চর্ম পুরু ! ঘর্মতে দূর –
দেশে নেতা ভরপুর ;
গরীব শোষণে দিন চলে
স্বার্থে ঠেলে নামায় জলে ।
কুমির খেল- কি সাপ !
নেতার নেই শোকতাপ ।


শাক দিয়ে মাছ ঢাকে-
দূরিতে গন্ধ, নস্যী নাকে ।
পড়তে বলে মাতৃভাষায় ,
নিজ শিশুটি বিদেশ পাঠায় ।


শান্তির কথা,-ঐকতান-
ঘরেতে দশ দারোয়ান ,
গট্টগোলের বাড়তি ধুম-
নেতারা দেয় সুখে ঘুম !


(ইং-৩০-০৩-২০১৯)
*-“ভোটরঙ্গ-(ব্যঙ্গ)” কাব্যে, কবি- নাসিরউদ্দিন তরফদার-(অনুব্রত কবি), মন্তব্য দিয়েছেন , সে মন্তব্যের উপর আমার এ কাবিতা “নেতার রূপ-(ব্যঙ্গ)” ।
কবির মন্তব্য কিছুটা তুলে ধরলাম ।
> “তাই একটা প্রচলিত গানে কিছু শব্দ বাদ দিয়ে ও সংযোজন করে একটু ভিন্ন ধরণের মন্তব্য করছি..
কতো রঙ্গ জানোরে নেতা
কতো রঙ্গ জানো
ক্ষণে হাসাও ক্ষণে কাঁদাও
বুঝিনা তোমাদের রঙ্গ
কতো রঙ্গ জানোরে নেতা---
কতো রঙ্গ জানো” ----।
এই মন্তব্য থেকে প্রেরণা পেয়ে এই কবিতাটি , আজ তাঁর নামে উৎসর্গ করলাম ।