ভোটের একান্ন প্রতিশতে যাঁরা ,
জেতায় কাজের, তাঁরাই হীরা !
বাকি ঊনপঞ্চাশ, জ্ঞানী অগাধ ,
তাঁরা অক্ষম আরূঢ় শাসন-রথ ।
সংখ্যা গরিষ্ঠতা নিয়মজালে
আদিকাল থেকে রাজ চলে ।


স্বার্থ যেখানে প্রবল- জোরালো ,
তমশা কাটিয়ে কোথায় আলো ?
পালনে ভীমরুল !মধুর আশায়
কপালে দুঃখ, দংশন জ্বালায় ।
উইপোকার চল, পুষ্প কানন-
কৈ দর্শন বাগ, সুগন্ধে-মাতন ?


দেশে হ’লে বৃদ্ধি, বুদ্ধি-রূপ-শ্রী ,
কেহ চায় না অশান্তি অসুখ বিশ্রী ।
সুনাগরিক মন, দেখি আনাগোনা ,
না দরকার কাজে, এসবে জানা !!


(ইং-১৮-০৮-২০১৮)
আগামী-২০১৯ লোকসভার ভোটে যোগ্য নেতা আসুক শাসনে, সততঃ এই কামনা করি ।