ধর্মের নামে রাষ্ট্র
কি না আত্মসুখ
কি সাংঘাতিক বিচার !
তবু যায় না জনদুখ ।
মূলে , আগে ধর্ম, পরে মানবতা ,
কত দেশে চলমান এ প্রথা -
যদি এমনি হবে সমস্যা সমাধান
ধর্মের নামে হোক শাসন মান ;
বিশ্বে, প্রতিটি দেশ কমর কষে
ইচ্ছা ভরুক এমনি বিচার আশে ।

ধর্ম ভাবে মেতে আবেশে  
দুঃখ, ছুঁমন্তর এক নিমেষে ,
সব সমস্যা উবে সমাজ -
বিনা দ্বন্দ্বে মনে হয় না এ রাজ !

যাঁদের চিন্তা দেশে- একজাতি
একই ধর্মের রাষ্ট্রে আছেন মাতি
তাঁরা মনে অবশ্য পোষণ করে
এই পথেই সুখ আসবে পরে ।
তাঁরা কত অভিজ্ঞ বিশ্ব ঘুরে ঘুরে ,
হায় ! জাগে না জ্ঞান- বোধের ঘরে ।
ভাবে না, নাজীবাদ হয় নি- আবাদ
তারই ফলে বাঁধে বিশ্ব সংঘাত ;
অবোঝা তবু এ রাজের মর্ম
ব্যবস্থা যে ভয়ংকর ভুল ,
তবু পোষণ মনঃকোণে ধর্ম
রয়ে-সহে দেবেই তুল ।

(১২-০৬-২০২২)