প্রতি দিবসে, ঘষে-ঘষে
ময়লা তাড়াতে ব্যস্ত ;
ডলে-ডলে, অবশেষে ,
রাখো না মোরে আস্ত !


অসহ্য জ্বালা,অপরিমাণ !
কত করিব সাফ ?
শুচিতায় নেই মন-কান
করে না মোরে মাপ !


ভিতরটা তার ভরা গরল
উপরে, শুদ্ধিতে মাতন ,
মনটি নয় সুন্দর সরল
মোরে দেবেই যাতন ।


তবু শুখ ! কোমল গায়ে
ছোঁয়া লাগায় তার -
সব যাতনা তখন সহে
তৃপ্তি মেলে অপার !


মম দেহটাই শেষ করে
শান্তির পূজারী তারা ,
পর ধ্বংসের কর্ম সেরে
উল্লাসে আত্মহারা !


(ইং-১৪-০৭-২০১৮)