ভাবী অশনি সংকেত- ভয়ে ,
পাখিটি যায় না উড়ে -
অসহ্য রুক্ষ পরিবেশ সহে !
পড়ে রয় নীড় ’পরে ।

প্রতিটি অবোলা পশুর শিশু ,
মধুর নীতি-চলন -
মা ছাড়া সে বোঝে না কিছু ,
স্নেহের মহাবাঁধন !


জীবন চলার উজ্জ্বল মান -
উত্তম ভরসা সেও -
ভরে জীবজগতে নাড়ির টান ,
সবার নিজস্ব প্রিয় ।

উপোষে শ্বান, পাহারায় রত
প্রভুর সেবার টানে -
প্রতিটি রাতের ঝামেলা কত ,
সংঘর্ষ সেথায় জানে ।

পথ হারা পথিক পথ খোঁজে ,
কোন সে হিত মায়ায় ?
মান্য, কঠোর কষ্ট, মুখবুজে !
ভব্য সুখের আশায় ।

(ইং-২৮-০৬-২০১৮)
ভাবী > ভবিষ্যত্ ,
শ্বান > কুকুর ।