নেতার অনেক কাজ
পায়না সময় সকাল সাঁঝ ,
ভোটের আগে আটঘাট লাগে বাঁধা
জল্পনা-মন্ত্রণা করে দূরিতে কত বাধা ।


নিজের মূর্তির ছবি, পোষ্টার
কোথা কোথা লাগবে আগে চিন্তা তাঁর ।
ফর্দ করে, কার কার ধরা লাগিবে পা
আবার দমনবাহিনী হাতে রাখা চাই- তা ,
কোথা দিলে সে মাদক উপঢৌকন
ভোটে ঝোলা ভরিবে মনোমতন ।


ভূয়ো ছাপ্পার যোগাড় ও বেশ দরকার
এ বিষয়ে নেতার সচেতন মন তাঁর ।
ক্লাবগুলো ভুলাতে দেয়, মোটা ডোনেশন ,
পরিপক্ক নেতারা এভাবে লড়ে ইলেকশন ।


মিথ্যা প্রচারে আছে দল -
পত্র-পত্রিকা তারা টাকায় সচল ,
পুঁজিপতির অর্থে ভ্রষ্ট নেতা সে ভরে দম -
ফটো আর সংবাদে মাতে সংবাদ মাধ্যম ।
চিরদিন সুখে নেতার ফুরফুরে মন ,
কামনা, থাকে যেন তাঁর বৈকুণ্ঠসম ভবন ।


(২৯-০৯-২০২০)