বিশ্বজুড়ে জনগণের স্বার্থী কর্ম ,
দাস রাখা মানুষের অদম্য দম্ভ !
প্রথাটি মেনে চলা, না কোন যুক্তি
দাস, কালক্রমে কিছু পায় মুক্তি ।


অন্তরে বিদ্যমান ভেদাভেদ ভাব -
দম্ভীর যায় নাই- হীনতা স্বভাব !
জীবনের সার মান্যতে সে অপার
ভেদাভেদ নিয়ে বাঁচা তার সংসার ।


নারী ও পুরুষ নিয়ে সকাল সাঁঝে ,
খুঁত ধরা স্বভাব যে প্রতিটি কাজে ।
তারা উপরে বলে, স্বাধীন-স্বাধীন ,
বাস্তবে ভাবনা, থাক নতঃ অধীন ।


পথে, রেলে-বাসে, একা সে নারী -
সে যেন অসহায়, যায় বুঝি হারি ।


(ইং-০৮-০৩-২০১৯)
আজ(ইং-০৮-০৩-২০১৯) আন্তর্জাতিক নারী দিবস সৌজন্যে , এ “ভেদাভেদ” কাব্যটি প্রকাশ । “আটই মার্চ” দীর্ঘজীবি হোক ।