প্রতিঘর তার নিকাশীর উপায় নালা
সে নালা ভরা গন্দগী, উপরে খোলা ;
আশেপাশের বাসিন্দা অস্থির গন্ধে
কত যে মুশকিল চলা সকাল সন্ধ্যে ।


যেমনি কথা ওঠে সে পচা নালা -
মাত্র তার বর্ণনায় গায়ে ধরে জ্বালা !
নানা অসুখ ব্যাধি তো, বারোটি মাস -
প্রায় কষ্ট ভোগে রহবাসী- আশপাশ ।


কারণ-অকারণ যার মাত্র ধান্দা ,
তার কর্ম-ঘৃণ্যকাজ, করাটা গন্দা ।
তবু সুনামে সমাজে দাপটে জেঁকে ,
সবে, সময়ে সম্মান জানায় তাকে ।


নালা, অবলীলায় করে তার কাজ ,
সাফ সুথরায় রত, অপবিত্র সমাজ ;
বিকট পরিস্থিতি, তবু পবিত্র করা ,
নালাকে দোষারোপ, সে-সৃষ্টিছাড়া !


(ইং-০১-০৩-২০১৯)