অজানা দেশসেবা, ভাবনা কদর্য ,
তার ঘরে ভরা বিপুল ঐশ্বর্য্য ;
পেতে চায় জীবনে মজা হি মজা ,
স্বপ্ন দেখে সে ,মম্রাট -রাজা ।
পেয়েছে ভোটের ছাড়পত্র  ,
সে হতে চায় নেতা একছত্র ।

এবার কৃতকার্যে লাগায় মন-
ফন্দি আঁটে অহরহ-অনুক্ষণ ।
দু’হাতে অর্থ করে সে ক্ষয় ,
নিজেরে সে চায় সহজ জয় ।
মুদ্দারে আশ্বাসনে পালিশ করে ,
দেয় সে সবার হৃদয়ে পুরে ।
জনগণের জীবনে ধরায় ঘুণ ,
দানে, মিথ্যা আশ্বাসন- দশগুণ ।


ধরিতে গেলে শাসনতন্ত্র -
জনতাকে দানিবে সে মন্ত্র ।
এ যে সরল প্রাণের আদি দেশ -
পারিতে লাগে, ছলনা বেশ !
এখনো সবার প্রভুগত প্রাণ ,
ক’জনে বোঝে, দেশ-সংবিধান ?
আহ্লাদে মশগুল, স্বপ্নে কতক !
নেতা ছক্ কাটে, মনে যতক !


(ইং-২৮-১১-২০১৭)
হিন্দী শব্দ, মুদ্দা > বিষয় ।