জেগে-জেগে স্বপ্ন ,গৃহ দুয়ারে রেল
শুধু রেল নয় , জাপান-বুলেট মেল !
উড়োজাহাজ কোথায় লাগে
রেলে বারোমাস সুখ, বর্ষা বা মাঘে ,
হিল্লী-দিল্লী ঘোরা ,মুসাফিরের পোয়াবারো
স্বপ্নে দেখা চমৎকার, চিন্তা-ভাবনা ছাড়ো ।


তবে টিকিট কত ? এখন নয় বলার মত ,
চাই জান্-টা বেশ মজবুত-দৃঢ় ;
তারপর না হয় প্রশ্ন করো ।
রুগী, শিশু, বয়স্কের- সুবিধা সব বন্দ
রেলের চলনটা পুরো নিজিকরণের গন্ধ ।
আপাততঃ, শাসকপ্রভুর গুণগানে নাচো
তাঁর দয়ায় 'করোনা' থেকে আগে তো বাঁচো !


দিনরাত ,বিচিত্র সুখস্বপ্ন, তা’ নিয়ে শুই -  
চাই, জীবনে একটু সান্ত্বনার ভূঁই ,
তমসা কাটিয়ে হোক আলোর দেখা
সমাজ বুকে হোক সুখ-শান্তি আঁকা ।


(১৭-০১-২০২১)