যতোই হোক না উন্নত মানুষ বিশ্বে
শীর্ষজ্ঞানে উপনীত হয়েও সংসার
সে মান্য করে ভালো আচার বিচার ,
ভবের ছাঁটাই- ছাঁটাই বুদ্ধিজীবী
জাল বুনে রেখেছে মায়াবী ছবি ,
তাঁকে পরাস্ত করা যাবে না প্রকাশ্যে ।


কত কায়দা কানুন ভাষা আবেগ
নিজ সুখ ভোগে বিগলিত পরাণ
কোনরূপ তোয়াক্কা করে না অপর জান ,
আনন্দে কচিপাঁঠা খায় আর গান গায়
কোমল হাড়ে জিহ্বায় কতো না স্বাদ পায় ,
ধ্যানজ্ঞান আচরণ-গুণ ছাড়ে না সাবেক ।


জন্মে পাঁঠা, বদনামে তার নতঃ মাথা ,
নিরীহ,অবোধ অবলা সে প্রাণী
এত সব করার পরও পাঁঠা নামে ধনী ;
এই মানুষ অকারণ পর জমি চষে
কত উৎখাত করে বিনা দোষে ,
এ পাঁঠা নাম শোভে শ্রীমুখে অযথা ।


(১৬-০৭-২০২১)