কত কত অদ্ভূত শিক্ষার আয়োজন
চারিদিকে নবনব বিচিত্র আলোড়ন ,
জ্ঞানের নেই কমি , শাখা প্রশাখায়
তার স্ফূরণ ছড়িয়ে যেন ঝর্নাধারায় ।
মানব মঙ্গলার্থে পরিকল্পনা প্রণয়ন
সুখশান্তি, মানসিক উন্নতির আকিঞ্চন ।


নাও বাড়ে না অগ্রে, জোয়ারের অভাব
ভাটায় নীচে যার -একি গতির স্বভাব ?
মাঝি হতভম্ভ ,সততায় ধরা বৈঠা
আজ সে নিজেরে মানে একি ঠাট্টা !


সাধারণ সরল প্রাণা, কার্যতঃ বিচক্ষণ ,
ভাবে, একি আপদ, সাথে হতাশ মন ।
ছলনাময়ী জগৎ, অধঃগতি পরাণ
হাজার চেষ্টায় মেলে না তার নিস্ত্রাণ ।


(২৮-১২-২০২০)