অকপটে সঞ্জয় বলেন যাহা
ধৃতরাষ্ট্র শোনে কলির মায়া ।

জনতরে শাসকবার্তার-আস্বাসন ,
উল্টো হবে তার কর্ম-ধরণ ।
প্রচুর আশা প্রতি ভোটকালে
বিশ্বাস হত্যা ,ফাঁসায় জালে ,
যার সাহায্যে শিরে পরে তাজ
সেমত অর্থবানের করবে কাজ ।

তারাই কিন্তু অশান্তির জড়
শান্তির কথা বলে আকছার !
উপরে সকলে যেন স্বাধীন
আসলে অধিকার, বিচার ,
আশা ,পদে পদে হবে ক্ষীণ ।
সৈর রূপ, ভরা রবে ছলে
জনতা বোকা বনবে কৌশলে ,
কি ভাল কি মন্দ
জ্ঞান-চেতনা বোধে ঘটে বিঘ্ন
সুবিচারের স্রোত হবে বন্ধ ,
গোপনে চলবে ষড়যন্ত্র
এমনি হবে শাসকের মন্ত্র ।

যদিও স্থাপিত হবে গণতন্ত্র
রাজনীতিতে জনতা উদাস তাই
ভীষণ শোষণে হবে আক্রান্ত ।
সন্ত্রাসের শাসনে জাগবে ভয়
গলাবাজ নেতার হবে উদয় ,
নানা রকমের ফালতু সাজে
বাহানা করে সে রাজ কাজে
নেতার হিতে জনতার অর্থ
খরচায় রূপ পাবে, নিজ স্বার্থ ।

(০৫-০৯-২০২২)          (ক্রমশঃ)
আকছার > সর্বদা ,প্রায়ই ।