অকপটে সঞ্জয় বলেন যাহা
ধৃতরাষ্ট্র শোনে কলির মায়া ।

বিজ্ঞানের জ্ঞান হবে প্রসার
প্রকৃতি নিয়ে জাগবে জাগুরতা
নব-নব দিগন্ত হবে উদ্ভাসিত
একশ্রেণী প্রবল বিরোধী কত
খর্ব যে বহু বছরের মান্যতা ।

কারণ-অকারণ আঘাতে
কিছু দেশ পাগল, স্বার্থ ত্যাগে
রাতদিন মাতে জনহিতে
সময়-কাল-পরিস্থিতি জন্য
হয়ে উঠবে তাঁরা অনন্য ,
গাইবে আগল ভাঙার গান
প্রকৃত জীবন যুদ্ধে
সঠিকতায় সমস্যা চায় সমাধান ।

জাতপাত ধর্ম-দ্বন্দ্ব ভুলে
মানবতার আদর্শ ধ্বজ নেবে তুলে
দুঃখে তাঁরও ঘনাবে কাল
সমাজ সংস্কারে যাঁরা সামনে আসে
অত্যাচারে নিজনাম যাবে ভুলে ,
ভোগান্তি জেল-হাজত-কারা
এমন কি প্রাণও যাবে ফাসির ফাঁসে ।

বিকৃত শিক্ষার কুফলে
কত কত মহাপুরুষ যাবে তলিয়ে
বার বার উঠবে ঝড়
মূর্খতা বোধও জাগবে ভয়ংকর !
সব কাজে বাড়বে প্রতিযোগিতা
সে অনৈতিকতায় ভরে যত
অযোগ্য তকমায় হবে সুশোভিত ।

(০৬-০৯-২০২২)    (ক্রমশঃ)