প্রলোভন ও আশ্বাসন , খোলা- ব্যবসা –
জনমনে হাওয়া ভরে তীব্র আশা ,
অপসংস্কৃতির নিদর্শন পরাকাষ্ঠা
প্রচারে, যেন গুণগান স্বার্থ চেষ্টা ,
জনতা খুশ মেজাজ না দুঃখ- তেষ্টা !
হাসেন উপরওয়ালা সে দেব কেষ্টা ।


সার-জল- দিয়ে কথা হয় বপন
অখাদ্যের রসদ, চমৎকার ব্যঞ্জন ,
অধঃপতনের ছায়া গোটাদেশ ব্যাপ্তি ,
কবে হবে এ গ্রহণের সমাপ্তি ?


কারা-কারা প্রচারে- হয়ে আত্মহারা
কথায় দিনে দেখায় আকাশ-তারা
ভরতে নিজ ঝোলা, ভীষণ চতুর -
হাড়-ধমনী-রক্ত-মজ্জা করছে ফতুর ।


অর্থ-সামার্থ- বঞ্চিত তারা প্রেমহীনে
হতাশায় কাল কাটে, আকাশ-তারা গুনে ,
ধুঁকছে নব উদীয়মান পরাণ ;
সর্ষতে ভূত ! কার কাছে করবে আর্জি দান ।


(১১-০৪-২০২৪)