আগে সংশয় ভরা প্রজন্মের যুগ
জীবনটা যেন খেলা-খেলা ,
গতি, চলতে হয় তাই চলা -
সহজ উপায়ে সবে চায় সুখ ।


পাঁচসেতারা হোটেলে বাঁনর
রঙিন বেশভুষায় সেজে ,
বিদঘুটে ভাঙড়া নাচন নেচে
যদি নেমে আসে জনমাঝে ,
জনপথে অকুত পায় সমাদর ।


একবার জমাতে পারলে আসর
বাস্তবে গাঁজাখোর উদ্ভট চিন্তন -
না জানলেও দেশসীমা-আয়তন
ফাঁকে রাজনীতিতে হালে উত্তরণ
নাম ধরে মহাশয় ,তিনি সজ্জন ।


জনতা প্রচারে মজলে একবার
যেন পরমুখে ঝাল খায়-জ্ঞানে
নিজ মতে বুঝে নেয় মানে ,
সৎ-অসতের না বাছ-বিচার ।


হিত অহিত না বালাই
না দেখা আগে চড়াই-উৎরাই ।


(৩০-০৩-২০২৪)