যা যা বলি , আচারণে যা করি -
প্রচারে শেখা তার শিক্ষার-মান ,
যা যা পালন করি- রীতির অনুষ্ঠান
সবই চলে যুগধারা প্রচার ধরি ।


দূরদর্শন বাক্স,-বা সংবাদ কাগজ
মুঠোফোন্ বা অন্য খবর সংযোগ
মায়ার জগতে ভেসে চলা ভূলোক ,
ব্যাধি ! না খোঁজা পরিবর্তন সুযোগ ।


ভুখাপেটে স্বপ্নময় রঙ্গিন সংসার ,
আশা, নন্দনকানন মধুমাখা সুখ -
এই বুঝি মস্তকে ধারণ রাজমুকুট !
মনের কোণে সুস্সুড়ি দেয় প্রচার ।


প্রচারে নেশা গ্রস্ত হয় হাড়-মজ্জা
না সাধ্য এ পাথরটাকে ঠেলা
এ যে প্রচার- আঠা-আঠা খেলা
সান্ত্বনা, এর মধ্যেও- সুখে বাঁচা !


(০৩-০৪-২০২৪)