প্রচারের প্রয়োজন না, ভাল কথার  
বাতাসে পুষ্পঘ্রাণ, সততঃ ভরে তার ;
শিক্ষায় শিশুরও জানা এমনি হয়  
নিজ বড়াই মূর্খতা ময় ।


সে কস্তুরী ঘ্রাণ স্বতঃ প্রকাশমান
একসাধুর দেখি তাঁর অন্য ধ্যান
প্রচারে নিজ ঢাক নিজে পিটিয়ে ,
কর্মে মন, জন-হৃদয় জয়ে ।
যদিও তার ঈশারায় চলে দেশ
সাধুরও পূরণ হয় তাঁর খয়েশ ।


সময়ে সাধু-চরিত্রে উস্কিয়ে আগুন
উপচে পড়ছে অযাচিত গুণ ;
দেশের জ্ঞানীগুণী নীরব
কেবল কোকিল কণ্ঠ সরব !


(১৭-০১-২০২৪)
কোকিল কণ্ঠ > কেবল বসন্তে কোকিলের কণ্ঠ,- ডাক শোনা যায় ।(স্বার্থবাদী) ।
খয়েশ (খোয়াইশ) > মনের ইচ্ছা ।