মাঠে কাঠফাঁটা রৌদ্র, তাপ ,
রুদ্ধ ঘরে নেই তারও মাপ  !
পুড়ছে দুয়ার, পুড়ছে ঘর -
যেন, দেহ-মনে আঁচ তার ।


ঝঞ্ঝা-ঝড়ে, প্লাবন তুফান -
অজানা বিপদে দেই না ধ্যান ,
দোদুল্যমান নৌকা, ত্রস্ত সময় -
কূলের খোঁজে আছি সভয় !


শামুক খোলে জীবনটা নিয়ে ,
ক্ষণিক নিশ্চিন্তে যেন শুয়ে !
স্বপ্নে বিভোর, ভরা নেশা  
তারি দয়ায় বাঁচার আশা  !


সময়ের চল, ঘাত প্রতিঘাত -
জীবনে ভুগি, অনিয়মে অগাধ ,
আস্থা নাকি- ভগ্যের বাহক -
চিন্তা-ভাবনা মূলেতে, নিরর্থক !


(ইং-০৩-০৬-২০১৮)