পর্বতশীর্ষে যদি স্থান দূষিত তুষার
জলের উৎস কী আকার ধরে তার ?
উপরে যদি বসে, অসতের পাহাড়
কি দশা নীচের আনুগত্য আমলার !


ছলকাজে গুরুগম্ভীর মন্ত্র হলে পাঠ
যজ্ঞহোমে আহুতি দিলে চন্দন কাঠ ,
যদিও সুগন্ধে সুরভিত, নভঃ-বাতাস
নয় গূঢ়জ্ঞান জাগরণ ঘিরে সৎ-বিশ্বাস ।


সর্ষপ মধ্য যদি সেথা আবদ্ধ- ভূত
মন্ত্রে যতোই থাক, শক্তি-ধার-জুৎ
ওঁঝার নয় কম্ম রোগ দূর, নিরাময় -
মিথ্যার কাছে সব প্রচেষ্টা হয় ক্ষয় ।


মুক্তি পেতে যদিও করা পূজো-ধ্যান
পর নিন্দে মন যদি খোলা আসমান ,
মাত্র লাভের প্রচেষ্টা--আয়োজন রীত
পলে পলে দ্বন্দ্ব বাড়ে, খর্ব হয় পিরিত ।


(০৩-১২-২০২১)