ঘোড়া আর ভেড়া, লড়ে ময়দানে ,
সে দঙ্গল তাল ছাড়া -
লড়াই উভয় সনে ।
দু’জনা জিৎ চায়, লড়ায় মশগুল !
গুঁতোগাঁতা মারে বেজায় -
করে নাকো ভুল ।


কেবা বড়ো কেবা ছোট, শক্তি ক্ষয় ,
উভয়ে দিতে চায় -
নিজ- ক্ষমতার পরিচয় ।
ছিল তারা একদিন, মিলে একই দলে ,
পায়ের নীচের মাটি সরে -
এখন বৈরী ভাবনায় চলে !


এ এক নুতন চাল, সেবা কর্ম ছেড়ে -
দিগ্-গজে জমঘট, ভরা মাঠ,
মিত্র আসে দলে বলে তেড়ে ।
দুর্নীতি কী চাপা পড়ে ! এসব করে ?


(ইং-০৬-০২-২০১৯)