সম্মুখে বিরাজমান পর্বত-পাহাড়
সমুদ্র-তেপান্তর-মরু-বন, সমাহার ,
দৃশ্যহীন করে দেয় অন্ধত্ব আঁধার !
অজ্ঞানতা ও দায়ি, এ হেন আচার ।


আদিতে জানা- অজানার সংসার
ভরমার তখনো ছিল খবরা খবর ।
ঐ পরিস্থিতির বশে ছিল অধিষ্ঠান -
সেই সীমারেখায় ভরে ওঠে জ্ঞান ।


উদয়েতে নীতি, শুভ অশুভর দান
ভূত- অলৌকিকে, ভরে আশমান ।
সময়কাল যাপনের সে নিয়মধারা-
প্রকৃতির আচরণে শিখে নেয় তারা ।


ক্রমবিবর্তন যুগের প্রগতি সাকারে
বিজ্ঞান নিয়ে আসে নব পন্থা ধরে ।
চলে ভূলোকে দ্বন্দ্ব, অতীত বর্তমান ,
কারো ন্যায্যতে কেহ ছাড়ে না স্থান ।


(ইং-১২-০৮-২০১৯)