কত রঙ্গে নাচে, ধিন্-তা-ধিন্ -
দেশটা যে আজ পুরো স্বাধীন ,
একটু চাপলুসী, জালিয়াৎ -
সুখ অগাধ, বাজিমাৎ ।


ঈশানকোণে মেঘাড়ম্বর
সুখী রাখে না ঝঞ্ঝাখবর !
অন্নদাতা আজ জ্বালার পরে
অভাবে তার উদর পোড়ে ।


ঢাকিরা বাজায় বেজায় ঢাক
শব্দে লাগায় সবারে তাক !
খেটে মরে ঐ বলদ জোড়া-
হয়নি স্বাধীন- এখনো তারা ,
দুগ্ধবতী গাভীর- মহাকদর
ছা-বাচ্ছারা পায় না আদর ।


উড়ো বাতাসা উড়ে বেড়ায়
অন্ধের মত কত যে হাতায় ,
সুখে নাচে জগাই -মাধাই
রংচড়াদের জবাব নাই !


(ইং-৩১-১০-২০১৯)