মিষ্ট-কুহু সুরে জাগে বসন্ত সকাল
নদীর শীতল ধারা, বয় কলকল ,
সুখের জোয়ার, উল্লাস ভরা খবর-
এদিকে ফুটপাথে অভুক্ত কাতর !


বাঁচা ও বাড়া, এ নিয়মে দিশেহারা ,
পেতে চাই জ্ঞান, বিবেকের সাড়া ।
দ্রব্য- লোহা, কয়লা, নয় অবহেলা
জীবন ধারণে তার চাহিদা মেলা ।


নানা জনার মণিমুক্তা নিয়ে ভাবনা ,
সুখমুখী জীবন, তার তরে আরাধনা ।
কখনো অমিলে, সেরা রত্ন হীরা ,
মানসিক অক্ষুন্নতায় বাড়ায় পীড়া ।


এ হীরা কত গড়েছে কাহিনী কথা ,
রাজ্যজুড়ে লড়াই-ঝগড়া অযথা !
কাজে জৌলুসতা মাত্র সমাজ প্রথা ,
প্রেমিকার মনে বাড়ে তীব্রতর ব্যথা ।


মান্য মহাশয়- দর্পতে তুচ্ছ আশায় ,
ভব সংসারে বাঁচে, আস্থা প্রতিষ্ঠায় ।
হীরা জগতের আলো, ঘুচায় কালো ,
বুঝি, মান্যতায় হীরা, সুখ্যাতি পেল ।


(ইং-০১-০২-২০১৯)