একদা দুর্যোগে ঝড়জল মাথায়
গাছের কাছে সে বিনতি জানায় ,
উইপোকা বলে, হে জিয়ল গাছ ,
মোরে আশ্রয় দানে বাঁচাও আজ ।


জিয়ল শুধালো, শঙ্কায় তারে
তব জন্ম ! বৃক্ষের ক্ষতি তরে ,
তোমারে দেই যদি আশ্রয় -
বদলে অপকার, পাব নিশ্চয় !


উই পোকা সকরুণ স্বরে বলে ,
আমি অতি ক্ষুদ্র ! জানে সকলে ;
এতো বড়ো গাছ ! তুমি আজ ,
আমি, কি করে করি তোমা বাঁঝ ?


আশ্রয়, মাত্র একদিন আর না -
প্রতিজ্ঞা! তোমায় দেব না যাতনা ।
গাছ, উইএর কথা মান্য করে -
সে তাকে দেয় আশ্রয়- আদরে ।


কিন্তু হাবভাব যে, মন্দ স্বভাব !
কোন ভাবে বদলানো- অসম্ভব ?
এই উইপোকা ,ছা-বাচ্চা পেড়ে ,
অকালে গাছকে ফেলে মেরে !


(ইং-১৪-০৫-২০১৮)-ব্যাঙ্গালোর