সরোবরে ফোটে কমল
তার শ্রী-শোভায়, ধরা করে উজ্জ্বল ,
দশা কি হতে পারে ? যদি ভরে মত্তহাতি
কখনো কি বেঁচে থাকে, রূপের সে ক্ষিতি ?


রাজনীতির বনে অযোগ্য শাসক সনে
এক অশান্তির যুগ টেনে আনে ।
ইতিহাস প্রত্যক্ষ দর্শক- মহাসাক্ষী ,
বিজ্ঞজনতা তবু সময়ে খোলে না অক্ষি ।


রাজনীতি পারে রূপায়ণে ধরিত্রীকে স্বর্গে
বুঝতে হবে সে নীতি খেলছে কোন বর্গে ,
পূঁজিবাদ চাকচক্যময়, দেয় ক্ষণিক সুখ
অবশ্যম্ভাবী আগে চলে,- ভরে দুঃখ ।


জাগতিক মানবজীবনকর্মে এ নীতি যখন
সে সুবোধ রাজনীতিরে, করে কি যতন ?
কারণ শাসক, রাজনীতি বুঝতে দেয় না-
ফিজুল ঘটনায় কুপথে সবারে করে চালোনা !


(১৬-০৩-২০২৩)
ধরা > পৃথিবী
ফিজুল > আজেবাজে, অকাজের ।