আসছে গণভোটোৎসব
চতুর্দিকে বাজনা ঢাক-ঢোল ,
বিকট শব্দে করে কলোরব !
এবারও ভেলকি খেলা খুব হবে
কোমরবেঁধে দলেরা বেজায় মাতবে ।


শঙ্খ- ঘন্টা বাজবে, সাথে ভৈরবী নাচ
বিচিত্র চোখ ধাঁধাঁনো সবসাজ
অঢেল অর্থ নচ্ছার --না কারো কোন লাজ !
সবার লক্ষ্য , দৃষ্টি আকর্ষণের জন্য কাজ ।


ইন্ধন আকাশ ছোঁয়া, বন্ধ রন্ধন
দুধ অমিল, শিশুর শুনি ক্রন্দন ,
অন্ন জন্য গরীব অকালে যদিও বুড়া !
সুউঁচ্চ ধর্মধ্বজা উড়ছে, দেখ মন্দির চূড়া ,
স্বাস্থ্য-শিক্ষা-খাদ্য, কর্ম, চাকরী, বাসস্থান
সংখ্যায় দিনোদিন কমছে তার মান ।


শিশু দেবপুত্র-শাবক যেন অসহায়
তবু মাতে প্রচার ভাবনায় ,
চক্ষু ফোটে নাই !
বুঝতে পারে না রাজনীতির চতুরাই ।


(১৮-০৩-২০২৩)
রাজনীতির খেলা-১২-(ব্যঙ্গ)- (১৭-০৩-২০২৩) , সেখানে মনোজয়ী মন্তব্য-
“জীবনের বাস্তব দিক আমরা দেখেও দেখিনা।”- কবি অসিত কুমার রায়-(রক্তিম) ।
তারিখ- (১৭-০৩-২০২৩) ।


সুন্দর মন্তব্য পেয়ে আজকের কবিতা-শ্রদ্ধেয় কবি তাঁর সম্মানে, নামে, আসরে রাখা ।