ভয়দাতা ভূতের নেই অত জুৎ
সে যে ভীতু, মরমে থুঁত-খুঁত,
প্রচণ্ড চাপে ভূত আজ কাঁপে -
উল্টো ভয়ে, রামনাম জপে !


ঘনবন, মানুষ করে উৎপাটন -
ভূতের মনে অনাস্থা শিহরণ ।
বিজ্ঞানের শিক্ষা, জ্ঞান নূতন
নেই ভূতের-ভয় ! পুর্ব মতন ।
হালে শিশুরা মানে না মনে  ,
কত দেখা , মোবাইল ফোনে ।


নিয়ন আলোয় রাত উজ্জ্বল
পারে না লুকাতে ভূত একপল,
দালান কোঠায় ফাঁকা নাই  
সবুজ ধ্বংস , হয়েছে জবাই ।
মানুষে মানুষে ঠাঁসা গিজগিজ
ধ্বংসের সীমানায় ভূতের বীজ !


ভূতের ভাবনা বাড়ে অতল
ধারা দু’গণ্ড বেয়ে ,গড়ায় জল,
জ্বালা ধরা তায় নধর কান্তি
ভূতেরা অসহায় পায় না শান্তি ।


কোথা জানাবে তার মিনতি ?
কোন্ লোকে হবে তার গতি
আছে কী হদিশ কোন পুথি ?
ভূতেরা আজ ব্যথিত অতি ।


(ইং-২৪-০৬-২০১৮)