বিজ্ঞমানব অহরহ কর্ম প্রচেষ্টায় -
কত হাজার বছর রত তপস্যায় ,
ছেয়েছিল প্রজ্জ্বলিত দীপ, উজ্জ্বল !
নির্মূল করিবে জাগতিক গরল ৷
নিয়ে অসীম যন্ত্রণা, যুগে-যুগে -
শেলসম বুকে !বাঁচা, ভুগে-ভুগে !
দুঃখে কাতর, বেদনায়, ভরা কষ্ট -
মানুষ অস্থির, হতাশ, অতি অতিষ্ট !
আর কত যাতনা, আগে সহিবে ?
কবে ? নব সূরজ, উদিবে ভবে !


জীবন যেন হেয়, খেলা-খেলা -
কিংকর্তব্যবিমূঢ়, ভরা অবহেলা ,
নৈরাশ্য ভরা , মুক্তি পেতে মাপ -
কালের কবলে, তারা দেয় ঝাঁপ !
কি হেরিল ক্ষণে, মনের অগোচরে ,
কষ্ট-কষ্ট-কষ্ট ! নিল, হৃদয় ভরে ৷
  
শতশত কোটি, বিশ্বের উপহার -
বিজ্ঞ-জ্ঞানীতে ভরা এ সংসার !
জগতের আকার, ভরা হাহাকার ,
কবে হবে প্রতিকার, সুষ্ঠু উপচার ?
আবহমান কাল চলিছে তার রেশ ,
নেই ঠিকানা ,গতির, বিরাম-শেষ !


তবু নীরব মহাসাগরের পবিত্র নীর -
ধুয়ে একাকার করেনা ,অশুভ ভিড় !
মানবে উত্তমাশা, ভরা ভূভাগে ,
শুভর উদয় চায়, আগে-ভাগে ৷


(ইং-২৩-১০-২০১৭)