ছোট ছোট কথা বড় বড় সাজ ,
বড় বড় কথা, ছোট ছোট কাজ ;
হালে ফ্যাসন, দেখা যেন আজ ।
লেখা জানায় সন্দেশ- বারতা -
কাল মূল্যবান, আজ আদিখ্যেতা ।
লেখা হোক জ্ঞানের প্রদীপ -
আলোয় ভরুক সারাটা দিক ,
পরিশ্রম হোক মন পুত সার্থক
সময় না গত, কাজে নিরর্থক ।
পাঠক জগৎ করতে মনঃ জয়
সে বিষয় যত্ন নিতে হয়
বিমুখ যেন না হয় কেহ ,
এ বিচার মাথায় করে
উত্তম সব লেখা ধরে -
সবার সুস্থ থাক মনঃ দেহ ।
(১৭-০৪-২০২৫)