দারিদ্র্য, ঘোর আভাব, অন্নবস্ত্র
দু’হাতে জড়ো ,দামী দামী অস্ত্র ,
ভালোবাসি দূর-দূর, জগৎ-ঘর
কেবল ,পাড়াপড়শী করা পর ।


যদিও গরীবতা, দেশের ভূগোল , :
মায়ার সুরে বাজে আমার ঢোল ।
তলাশি মান , আশা আসমান -
অহরহ আস্থায় বিশেষ ধ্যান ।


প্রজার না কাটে, জটে- ঘোর !
ধাঁধাঁর প্রচার, রাতদিনে জোর ।
চাই না নাম ,দলে- যদু মধুর-
ইতিহাসে রবে নাম, বাহাদুর !


(ইং-২৯-০৭-২০২০)