দেশের নেতা- উদার মহান !
সর্বদা লক্ষ্য- আপন ধ্যান ,
হোক না যতো, বন্যা, খরা -
নেতার মহল বৈভবে ভরা !


জীবন জয়ের কর্ম মনে
নিজের সুনাম রাখে ধ্যানে ,
বুদ্ধি বিবেক ভালই আছে -
আর্তির সেবায় ভাবনা মিছে !


সেবার কালে, ভাগ্য সজাগ -
নেয়, জৎসামান্য ভাগের ভাগ !
চাকর-বাকর, কুকুর, বিড়াল -
পরেও খাবে, পরের কাল ।


স্বাধীন দেশ ,স্বাধীন সেবক !
সে চায়, জীবের কল্যাণ হোক ।
সুখী নেতার, ঘোরায় যতন
তা’ ও সারে- মনের মতন !
ধন্য নেতার গর্বীত খেল -
কে বলে নেতা অযোগ্য ফেল্ ?


(ইং-২৭-০৭-২০১৮)