শুধু ইচ্ছায় সবকিছু হয় না ,
প্রেরণায় হৃদয়ে চাই কর্মে সংযোজনা ;
বহু জাতির দেশ, তার মান-মর্যদার ভাবনা ,
পড়োশী দেশকে স্বপক্ষে রাখার কলা-কৌশল জানা ।


এ যে বড়ো প্রহেলিকা-ধাঁধা ,
মনকে দেশপ্রেমে একসূত্রে দৃঢ় বাঁধা ;
আত্মত্যাগে দেশ স্বাধীনে, সবে উদবুদ্ধ করা ,
কঠোর-নির্মম শোষকের বিরুদ্ধ খালি হাতে লড়া ।


চেতনায় জাগ্রত ছিলেন মুজিব ,
আশাহতদের সঞ্জীবনী বাণীতে সজীব ;
চমৎকারী তেজস্বী অকুতভয়, ব্যক্তিত্ব বিকাশ ,
সাতই মার্চ বিখ্যাত ভাষণে প্রকম্পিত আকাশ বাতাস ।


জীবনপণ লড়া শুধু যাঁর কাম
দেশপ্রেমে মহানতার সমুহে বিশ্বে নাম ,
উজ্জ্বল নক্ষত্রসম নভঃ মাঝে ভাতিছে সুদূর ,
বাংলার ঘরে ঘরে শ্রদ্ধায় স্মরণে সে নাম মুজিবুর ।


(ইং-১১-০৩-২০২০)
“মুজিব শতবর্ষ”